Posts

Showing posts from May, 2023

দ্বাদশ জাতীয় নির্বাচনে বধায়ক সরকারে কেন হবে

  লাদেশি নাগরিক সমাজে একাদশ সংসদ নির্বাচনের প্রশ্নবিদ্ধ নৈশভোটের পর থেকে কতিপয় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রশ্নগুলো হলো-কেমন হবে দ্বাদশ সংসদ নির্বাচন? এ নির্বাচন কি গত দুটি সংসদ নির্বাচনের মতো ফন্দিফিকিরের নির্বাচন হবে? ভোটাররা কি স্বাধীনভাবে ভোট দিতে পারবেন? নির্বাচনি ফলাফলে কি ভোটারদের প্রদত্ত রায়ের প্রতিফলন ঘটবে? নির্বাচনটি ব্যালটে, নাকি মেশিনে হবে? নির্বাচনে কি সব দল অংশগ্রহণ করবে? নির্বাচনটি গ্রহণযোগ্য হবে? প্রশাসন ও পোশাকধারী বাহিনী কি পেশাদারত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে পারবে? নির্বাচন ক্ষমতাসীন সরকারাধীনে, নাকি দলনিরপেক্ষ সরকারের অধীনে হবে? নির্বাচন দলনিরপেক্ষ সরকারাধীনে হলে কি বর্তমান নির্বাচন কমিশন থাকবে? সরকার কি সংসদে অস্থায়ী নির্বাচনকালীন সরকারের বিল পাশের উদ্যোগ নেবে? সরকার কি অধিকাংশ রাজনৈতিক দল ও বন্ধুপ্রতিম পরাশক্তিধর দেশগুলোর অনুরোধ উপেক্ষা করে শক্তি প্রয়োগের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইবে? এ ক্ষেত্রে সরকার কি প্রতিবেশী দেশের সহায়তা পাবে? এসব প্রশ্নের উত্তর দুভাবে প্রদত্ত হচ্ছে। সরকারি ব্যাখ্যায় একভাবে এবং বিরোধী দলগুলোর পক্ষ থেকে প্রশ্নগুলোর উত্তর অন্যভা...