হীরার তৈরি গ্রহর অস্তিস্ত পেলো বিজ্ঞানীরা

 

ছবি: সৌরজগৎ 


হীরা দিয়ে তৈরি গ্রহ!!😳

গ্রহটির নাম Cancri E"। একে সুপার আর্থ ও বলা হয়। ২০০৪ সালে গ্রহটি আবিস্কার করে বিজ্ঞানীরা, যা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতেই অবস্থিত। গ্রহটি সূর্যের মত একটি তারা কে কেন্দ্র করে ঘুরছে। এটি কার্বন, সিলিকন, ও আয়রন যৌগ দিয়ে তৈরি। এখানে কার্বন ও গ্রাফাইট মূলত হীরার আকারে আছে। এটিকে হীরক গ্রহ বলার কারণ হচ্ছে, এই উপরের পিষ্ট গ্রাফাইটের নিচে আছে পুরু হীরার স্তর। 

ধারণা করা এই গ্রহের মোট ভরের ৩ভাগের একভাগ হচ্ছে হীরা।

এই গ্রহটি আমাদের পৃথিবী থেকে ৪০ আলোকবর্ষ দূরে।

প্রচন্ড গরম এই গ্রহটি নিজের সূর্য কে প্রদক্ষিন করতে মাত্র ১৮ ঘন্টা সময় লাগে, যা আমাদের পৃথিবীর লাগে ৩৬৫ দিন। 

গ্রহটির তাপমাত্রা প্রায় ২১০০° সেলসিয়াস।


ছবি:সংগৃহীত

#পৃথিবীর দিকে ধেয়ে আসছ গ্রহানু: https://bmstedu.blogspot.com/2023/04/blog-post_63.html


বিস্তারিত:#https://bmstedu.blogspot.com/2023/04/blog-post_63.html

এই লিংকে জানতে পারবেন গ্রহানু সংঘর্ষের বিকট শব্দ হবে কিনা





Comments

Popular posts from this blog

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষ (২০২২-২০২৩) ভর্তি বিজ্ঞপ্তি

১৫ রমজানে বিকট আওয়াজ হবে কি না যেনে নিন বিজ্ঞান ও হাদিস মতো প্রমানসহকারে

সকল বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২৩